রাজস্থানে হাতে-হাত! ব্যাপক সাড়া! দাবি নেতার

রাজস্থানে কংগ্রেসই থাকবে ক্ষমতায় নাকি সরকারে বদল ঘটবে? কী বললেন কংগ্রেস নেতা?

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : দিওয়ালির পরই রাজস্থানে জোর কদমে প্রচার শুরু করতে চলেছেন মল্লিকার্জুন খার্গে-রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধীরা। সরকারে কংগ্রেস থাকবে বলেই মনে করছেন কংগ্রেস নেতা শচীন পাইলট। তিনি বলেন, "আমি ভোটার এবং দলের কর্মীদের কাছ থেকে উৎসাহী  সাড়া পাচ্ছি। প্রচার ভাল চলছে। আমি বিশ্বাস করি যে আমরা প্রত্যাশার চেয়েও বেশি সংখ্যাগরিষ্ঠতায় জিতব। খার্গে সাহেব, রাহুল গান্ধী জি এবং প্রিয়াঙ্কা গান্ধী দিওয়ালি উৎসবের পরে রাজস্থানে সমাবেশে ভাষণ দেবেন।"