বর্ষবরণে রাণীগঞ্জ শরণ্যার ব্যানারে শোভাযাত্রা

রাণীগঞ্জ বঙ্গভবন থেকে শোভাযাত্রা শুরু হয়। তারপর সি আর রোড হয়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্ট্যাচুতে মাল্যদান করে পুনঃরায় বঙ্গভবনে ব়্যালির সমাপ্তি হয়।

author-image
Pallabi Sanyal
New Update
prabhat feri

রাণীগঞ্জ শরণ্যার ব্যানারে শোভাযাত্রা

হরি ঘোষ, রাণীগঞ্জ : বর্ষবরণ উপলক্ষ্যে রাণীগঞ্জ শরণ্যা ও রাণীগঞ্জ অভ্যুদয় গোষ্ঠী 'সব পেয়েছির আসর'-এর উদ্যোগে শুভ নববর্ষের প্রভাতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল। রাণীগঞ্জ বঙ্গভবন থেকে শোভাযাত্রা শুরু হয়। তারপর সি আর রোড হয়ে  নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্ট্যাচুতে মাল্যদান করে পুনঃরায় বঙ্গভবনে ব়্যালির সমাপ্তি হয়। উপস্থিত ছিলেন মাননীয় কাউন্সিলার আলোক বোস, সুশোভন ভৌমিক, ডঃ অনির্বাণ ঘোষ, রাণীগঞ্জ ট্রাফিক ওসি চিত্ততশ মণ্ডল, অরবিন্দ সিংহানিয়া,  পল্টু সেন, তিমির মণ্ডল,সন্দীপ ভালতিয়া,যূথিকা বন্দোপাধ্যায়, রঞ্জিত রাম দে।