/anm-bengali/media/media_files/Ob6YUgOAiOKUvd5k7nn0.jpg)
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি : ৮টি পঞ্চায়েতের মোট ১৬৭টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। শিল্পনগীরতে মদনপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ২৫টি। তৃণমূলের দখলে ২৩টি, বামেদের দখলে বাকি দুটি। অর্থাৎ ধরাশায়ী কংগ্রেস ও বিজেপি। উখড়া গ্রাম পঞ্চায়েতে মোট ২৭টি আসনের মধ্যে ২৫টি তৃণমূলের দখলে, বাকি ২টিতে নির্দল জয়ী। খান্দরা গ্রাম পঞ্চায়েত ২৩টির মধ্যে ২০টিতে জয় তৃমমূলের, সিপিএম পেয়েছে ৩টি। কাজোরা গ্রাম পঞ্চায়েতের ২৫টি সিটের মধ্যে তৃণমূলের দকলে ২৩টি, বামেরা পেয়েছে ২টি। দক্ষিণ খণ্ড গ্রামপঞ্চায়েতে ১৬টি আসনের মধ্যে ১৬টাতেই ফুটেছে জোড়াফুল। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে ৬টি সিটের মধ্যে ৪টিতে তৃণমূল ও বিজেপি ২ টিতে জয় পেয়েছে। রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েত সিটে ২২টির মধ্যে তৃণমূল কংগ্রেস ২১টি ও সিপিআইএম ১টিতে জয় পেয়েছে। অন্ডাল গ্রাম পঞ্চায়েতে ৩৬ টি সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩৫টিতে ও সিপিএম ১টিতে জয় পেয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us