New Update
/anm-bengali/media/media_files/VBfK2rzvJcEyDofQiNPL.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা। ভোটের মুখে ধুন্ধুমার কাণ্ড। আইএসএফ বনাম তৃণমূল। কুলপির হেলিয়াগাছিতে আইএসএফ কর্মী- সমর্থকদের ওপর হামলার অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। বোমাবাজি ছাড়াও ইট-বোতল বৃষ্টির অভিযোগ। হটুগঞ্জ বাজারেও আইএসএফ কর্মীদের দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এটাই প্রথমবার নয়। দক্ষিণ ২৪ পরগনায় আগেও দফায় দফায় অশান্তির ছবি ধরা পড়েছে। আহত উভয় পক্ষের একাধিক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us