ভোট পেতে অস্ত্র ফুচকা!

পঞ্চায়েত দখলের লড়াইতে জিততে মরিয়া প্রতিটি রাজনৈতিক দলগুলি। সারাদিনের সংঘর্ষের মাঝে এবার ফুচকা খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।

author-image
Pallabi Sanyal
New Update
াি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : আট থেকে আশি, ফুচকার নাম শুনলে জিভে জল আসবেই। ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা হাতে গোনা। এবার ভোট পেতে ফুচকাকেই অস্ত্র করল শাসক দল। এর আগেও নির্বাচনে চা-বিস্কুট, বিরিয়ানি, ঘুগনি-রুটি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় যোগ হল ফুচকা। জয়নগরের দক্ষিণ বারাসতে গ্রাম পঞ্চায়েতের ১৬ নম্বর বুথের সামনে তাই হাজির ফুচকাওয়ালা। ভোট দিয়ে বেরিয়েই সকলের নজর পড়ছে গিয়ে ফুচকার ওপর। আর তখনই বাটি হাতে দাঁড়িয়ে পড়ছে স্টলের সামনে। চলছে চুটিয়ে ফুচকা খাওয়া। গোটা ঘটনায় শাসকদলের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে বিরোধীরা। তৃণমূলের বক্তব্য, ফুচকাওয়ালা ওই সময় ওখান দিয়েই যাচ্ছিলেন। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই।