তৃণমূলের মুখোমুখি শুভেন্দু, তারপর ?

নয়াগ্রামে শুভেন্দু অধিকারীর পদযাত্রা ঘিরে উত্তেজনা। তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় শোনা যায় তৃণমূলের স্লোগান। পার্টি অফিসের ছাদ থেকে বিরোধী দলনেতার পদযাত্রাকে লক্ষ্য করে স্লোগান দেয় তৃণমূলের সমর্থকরা। 

author-image
Ritika Das
New Update
tmc vs bjp.jpg

নিজস্ব সংবাদদাতা: সামনেই পঞ্চায়েত ভোট। এই ভোটকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতির মধ্যেই নয়াগ্রামে ছড়াল চাঞ্চল্য। এদিন নয়াগ্রামে পঞ্চায়েত ভোটের প্রচারে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় শোনা যায় শাসক দলের কর্মী সমর্থকদের স্লোগান। 

সেখানেই দাঁড়িয়ে পড়েন বিজেপির সমর্থকরা। একে অপরের দিকে দলীয় পতাকা দেখিয়ে চিৎকার করে স্লোগান দিতে থাকেন বিজেপি ও তৃণমূলের কর্মীরা। তৃণমূলের পার্টি অফিসের ছাদে দাঁড়িয়ে ছিলেন শাসক দলের সমর্থকরা। সেখান থেকেই তাঁরা চিৎকার করে স্লোগান দিতে শুরু করেন। 

নীচে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন বিজেপির সমর্থকরা। তারপর তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়েই এগিয়ে যায় শুভেন্দু অধিকারীর পদযাত্রা। এদিন বিজেপির জেলা পরিষদের প্রার্থী শুভঙ্কর মাহাতোর বাড়িতে যান শুভেন্দু। এই প্রার্থীকে মারধর করার ছবি ভাইরাল হয়েছিল। ওসির বিরুদ্ধে ওই বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল। এই নিয়ে শুভেন্দু জানান, জঙ্গলমহলে কোনও ভাবেই পুলিশি সন্ত্রাস চলবে না।