/anm-bengali/media/media_files/YBcekguYXB4nwp3D6bN9.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ৪৯ নম্বরের আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা শিক্ষক শান্তনু দে। বুধবার সকালে গড়বেতা ব্লকের ৬ নম্বর আগরা অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন শান্তনু দে।
/anm-bengali/media/media_files/GwrCdM8uBlKFlHTqz3pB.jpg)
এদিনের প্রচার অভিযান কর্মসূচিতে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি বিজন সরকার, প্রদেশ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ ও অন্যান্য নেতৃত্বরা।
/anm-bengali/media/media_files/KhxDTEUojDErPqXpjkM6.jpg)
প্রার্থী শান্তনু দে জানান, ''মানুষ আমাদেরকে দু হাত ভরে আশীর্বাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে। আমি এই আসন থেকে নিশ্চিত ভাবে জয় লাভ করবো।'' রাজ্য প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি পলাশ সাধুখাঁ জানান, ''সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে রয়েছে। সারা বছর ধরে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোন দলকে ভোট দেওয়ার কথা ভাবতেই পারছেন না গড়বেতার সাধারণ মানুষ।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us