/anm-bengali/media/media_files/9HeQM5WPBjX3OCFypfGB.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। অর্থাৎ ভোটের আর বাকি ১০ দিন। কিন্তু এর মধ্যেই রাজ্যে একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় কেন্দ্র ও রাজ্য, একে অপরকে দোষারোপ করতেও ছাড়ছে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি ছিল। এই মামলাটি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের প্রাক্তন সংসদ আবু হাশেম খান চৌধুরী। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানে সলিসেটার জেনারেল অশোক কুমার চক্রবর্তী কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানান। যদিও হাইকোর্টের প্রধান বিচারপতি পঞ্চায়েত ভোটের বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ছোটখাটো এই সব হিসেব করার জন্য আদালত বসে নেই।
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন অনেক কথাই জানায়নি, বুধবার কলকাতা হাইকোর্টে এই অভিযোগ জানান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। কিন্তু প্রধান বিচারপতি বিরক্তি প্রকাশ করে বলেন, "আপনারা কিছু তো করুন। সময় নষ্ট করবেন না। আমরা সব কিছুতে নজরদারি করতে পারব না।" তিনি আরও জানান, কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে, কী খাবে, কোথায় থাকবে, এই সব কিছু কমিশনকে দেখতে হবে।
/anm-bengali/media/post_attachments/G5K2E1VWMksOvH6VPR4r.jpg)
বিরক্ত প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, "এই বিষয়ে শুধু কোর্ট আস্বস্ত হলে হবে না। মানুষ যাতে ভরসা পায়, এমন কিছু করুন। কিন্তু পরিস্থিতি এমনই, যেখানে হস্তক্ষেপ করতেই হচ্ছে।" এদিকে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে বার বার পরিকল্পনা হীনতার অভিযোগ তুলেছে কেন্দ্র।
স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কমিশনের কাছে তাদের পরিকল্পনার কথা জানতে চাওয়া হলে সঠিক করে কিছু বলেন পারেনি কমিশন। শুধু জেলা ভিত্তিক কোথায় কত বাহিনী মোতায়ন করা হবে, তাই কেবল জানিয়েছে তারা। কিন্তু নির্দিষ্ট করে কোথায় কত বাহিনী মোতায়ন হবে এবং কোন বুথে কত বাহিনী ব্যবহার করা হবে, সেই বিষয়ে স্পষ্ট করেনি রাজ্য নির্বাচন কমিশন।
/anm-bengali/media/post_attachments/zsCoUZciJWJggIzOda22.jpg)
নির্বাচন কমিশনের এই বক্তব্যের উত্তরে বিচারপতি জানান, এটা তাদেরই দায়িত্ব এবং ঠিক তাদেরই করতে হবে। কোর্টের পক্ষে এত কিছু দেখা সম্ভব নয়। কমিশনকে দ্রুত কোনও পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে আদালত। প্রধান বিচারপতির নির্দেশ, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যথাযথ পদক্ষেপ নিক কমিশন। এভাবে অযথা আদালতের সময় যেন নষ্ট করা না হয়। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us