ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের মধ্যেই সোমবার সোনার দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ১৮৪৭ . ৪৭ মার্কিন ডলার। মার্কিন সোনার ফিউচারও সোমবার প্রায় ১ শতাংশ বেড়েছে। আমেরিকায় সোনার দাম ১৮৬৩.৪০।

ইজরায়েল - প্যালেস্টাইন দ্বন্দ্ব থেকে রেহাই পায়নি ভারতও। দেশের বাজারে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার স্পট দাম ২২০ টাকা বেড়ে হয়েছে ৫৮.২০০ টাকা। গয়না সোনার দাম ৪৯৪ টাকা বেড়ে হয়েছে ৫৭.৩৬৫ টাকা।

ইসরায়েলে হামাসের হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে, ইরানের জড়িত থাকার অভিযোগে আঞ্চলিক সংঘাতের উদ্বেগ তৈরি হয়েছে। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে যুদ্ধের প্রভাব থেকে কিছুটা মুক্ত হতে পারে সোনার দাম। কিন্তু তা হওয়ার নয় বলেও মনে করছে বিশেষজ্ঞরা। তেলের দাম বেড়েছে। পাশাপাশি সরকারি বন্ডের চাহিদাও রয়েছে। বিশ্ববাজারে মার্কিন ডলারের চাহিদা রয়েছে।