আত্মবিশ্বাসের অভাব

বাবা-মা যদি সন্তানদের প্রতিনিয়ত বকাঝকা করেন, তাহলে বাচ্চা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ধীরে ধীরে সন্তানের কিছু করার আত্মবিশ্বাস কমে যায় । তাই সবার সামনে অভিভাবকরা যেন শিশুদের বেশি বকাঝকা না করেন, সেদিকে খেয়াল রাখতে হবে।

সামাজিক ক্ষমতা হ্রাস

বাবা মা শাসন করার সময় লোকজন না মানলে, বাচ্চা যে কোনও সামাজিক জমায়েতে যেতে চাইবে না। তাদের মনে হবে, সকলের সামনে আবার মা-বাবা তাকে অপমান করবে।

অতিরিক্ত খিটখিটে হয়ে যেতে পারে শিশু

পিতামাতার অতিরিক্ত শাসন শিশুদের আচরণকে প্রভাবিত করে। ছোট-বড় প্রতিটি বিষয়ে তাদের বকাবকি করা হলে শিশুরা বাড়িতে কিছু না বললেও তারা আদতে খিটখটি হয়ে যায়। কখনও কখনও তারা বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। অন্যকে মারধর করা, অন্যকে আঘাত করার প্রবৃত্তি দেখা দিতে পারে।

ব্যর্থতা মেনে নিতে অক্ষম

যে শিশুরা খুব বেশি বকাঝকা খায়, তারা তাদের ব্যর্থতা মেনে নিতে পারে না। তাদের ভিতরে এত ভয় কাজ করে যে, তারা ব্যর্থ হলে বাবা-মা অপমান করবে। এর ফলে তারা ভুল পদক্ষেপও নিতে পারে। বরং সন্তানকে হার , জিত সবকিছুর জন্য তৈরি করতে হবে। যে কোনও প্রতিকূলতার সম্মুখীন হয়েও তারা যেন নিজের প্রতি বিশ্বাস না হারায় তা দেখতে হবে।