প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন। আপনার খুদের ওষুধ, খাবার ইত্যাদি বিষয়গুলো চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে প্ল্যান করে নিন বাড়ির বাইরে যাওয়ার আগেই।

যতটা সম্ভব কম জিনিস নিন। এতে বয়ে নিয়ে যাওয়ার ঝক্কি কমবে। ছোটদের প্রয়োজনীয় জিনিস নিতে গিয়ে এমনিও ব্যাগের পরিমাণ বেড়ে যায়। তারওপর গোটা জার্নিতে খুদেকে এবং ব্যাগ দুটো জিনিস একসঙ্গে সামলাতে গিয়ে নাকানি চোবানি খাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তাই ব্যাগ গোছানোর সময়ে অবশ্যই এদিকটা মাথায় রাখবেন।

হাতের কাছে প্রয়োজনীয় কিছু জিনিস অবশ্যই রাখবেন। মেন লাগেজ ছাড়াও হাতের কাছে একটা ছোটো ব্যাগ অবশ্যই রাখুন। তাতে পেট ব্যথার ওষুধ, ডায়াপার, ওয়েট টিস্যু, হালকা খাবার, ফিডিং বোতল অবশ্যই রাখবেন।