১৪ শাক খাওয়ার কারণ
বাঙালিরা ভূত চতুর্দশীতে দুপুরে ১৪ শাক খায়, এবং সন্ধ্যেয় ১৪ প্রদীপ জ্বালায় ৷ সাধারণত মৃত্যুর পর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় । এই আকাশ, মাটি উর্থাৎ প্রকৃতির মধ্যেই মিশে থাকেন পূর্বপুরুষরা । তাঁদের শ্রদ্ধা জানাতেই ১৪ রকমের শাক খাওয়া হয় । পূর্বপুরুষদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ।