শসা কুঁচিয়ে টক দইয়ে মিশিয়ে লাগাতে হবে দার্ক সার্কলের উপর। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করুন।
/anm-bengali/media/media_files/T6JELc3e1h5mLW7GoO6x.jpg)
শসা কুঁচিয়ে টক দইয়ে মিশিয়ে লাগাতে হবে দার্ক সার্কলের উপর। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করুন।

/anm-bengali/media/media_files/fHkqIMOJL68Jr2jXtAsP.jpg)
টমেটোর রস তুলোয় লাগিয়ে চোখের নীচে লাগালে নিমেষে দূর হবে কালি।

/anm-bengali/media/media_files/hsiAh8uek3GZZQKGMj5G.jpg)
আলু বেটে সেই রস সপ্তাহে তিন থেকে চার দিন চোখের তলার কালিতে লাগানো যেতে পারে।

/anm-bengali/media/media_files/BGcGgJL1tVVSEa6DZx91.jpg)
রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের নীচে ভাল করে ঘষে নিন ঠান্ডা টি ব্যাগ।