তুষার চিতাবাঘের প্রজনন। আর তাতে সবার সেরা দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্ক। World Association of Zoos and Aquariums নামে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের সোস্য়াল মিডিয়ার পেজে এই দার্জিলিংয়ে চিড়িয়াখানা ও তুষার চিতাবাঘের কথা উল্লেখ করেছে।

১৯৮৩ সালে প্রথম এই Captive Breeding শুরু হয়েছিল। এরপর ২০০৭ সালে এই চিড়িয়াখানাকে স্নো লেপার্ডের অন্যতম প্রজননক্ষেত্র বলে উল্লেখ করা হয়।

দার্জিলিং বেড়াতে গেলে অনেকেই একবার চিড়িয়াখানায় ঘুরে আসেন। বাচ্চাদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় এই চিড়়িয়াখানা। হিমালয়ের কোলে ঘুরে বেড়ায় এমন নানা জীবজন্তু রাখা আছে এই চিড়়িয়াখানায়। রেড পান্ডা আর তুষার চিতার প্রতি আলাদা আকর্ষণ থাকে অনেকেরই। তবে এবার আন্তর্জাতিক সংস্থা দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতাবাঘের প্রজনন নিয়ে উচ্ছসিত।