দেবীর বোধন হয় ষষ্ঠীতে। নবপত্রিকা স্নান করানো হয় সপ্তমীতে। অষ্টমীতে কুমারী পুজো, সন্ধি পুজো। নবমীতে হোম , দশমীতে দেবীর বিসর্জন।

এবছর অষ্টমী অক্টোবরের ২২ তারিখ। পঞ্জিকা মতে , ২১ তারিখ সন্ধেতেই লেগে যাচ্ছে অষ্টমী।

তবে সূর্যোদয়ের পর ভোর ৫ টা ৪০ থেকে বিকেল ৫টা ১৬ অবধি রয়েছে তিথি। ৯টা ২৭ অবধি অমৃতযোগের উল্লেখ রয়েছে, তাই তার আগেই অঞ্জলি সেরে রাখা যেতে পারে।