কোনও খসখসে কাপড় দিয়ে ফোনের স্ক্রিন এবং ব্যাক সাইড পরিষ্কার করবেন না। কারণ সেক্ষেত্রে স্ক্র্যাচ তৈররি হতে পারে।
কোনও খসখসে কাপড় দিয়ে ফোনের স্ক্রিন এবং ব্যাক সাইড পরিষ্কার করবেন না। কারণ সেক্ষেত্রে স্ক্র্যাচ তৈররি হতে পারে।
আরও জানুন
কোনও মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে মাইক্রোফাইবার ক্লথের একটি অংশ ভিজিয়ে নিন। এবং সেই অংশ দিয়ে পরিষ্কার করুন।
আরও জানুন
ভুল করেও ফোনে সরাসরি জল বা স্পিরিট বা অন্য কোনও লিকুয়িড দেবেন না। এতে ফোনের মধ্যে থাকা সার্কিটে সমস্যা তৈরি হতে পারে।
আরও জানুন
কোনও ছুঁচ বা ছুঁচলো কোনও সামগ্রী দিয়ে ফোনের স্পিকার পরিষ্কার করবেন না। কোনও কারণে স্পিকারে ছিদ্র তৈরি হতে পারে।
আরও জানুন
ফোনের ক্যামেরা পরিষ্কার রাখতে সবসময় তুলো ব্যবহার করুন। অথবা মাইক্রোফাইবার ক্লথ ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন যত কম সম্ভব ক্যামেরার লেন্সে হাত দেওয়ার।
আরও জানুন