সানস্ক্রিন জরুরি

রোদে বেরনোর আগে মুখে সানস্ক্রিন অবশ্যই লাগাবেন। সূর্যের অতিবেগুনী রশ্মি শীতেও ত্বকের জন্য একইরকম ক্ষতিকারক। শীতকালে অনেকেই এটি এড়িয়ে যান। তবে ত্বকের জন্য এটি ক্ষতিকারক।

ময়েশ্চরাইজারের গুরুত্ব

যাঁরা মুখে নিয়মিত ওয়াক্স করেন তাঁরা বেশি করে ময়েশ্চরাইজার ব্যবহার করবেন। টোনার ব্যবহারও জরুরিয কারণ ওয়াক্সে ত্বকের আর্দ্রতা তাড়াতাড়ি কমে যায়। তাই এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন।

কয়েকদিনের বিশ্রাম

কয়েকদিন ত্বককে একটু বিশ্রাম দিন প্রসাধনী থেকে। যতই দামী মেকআপ হোক, আপাতত তা ব্যবহার করা কিছুদিনের জন্য বন্ধ করে দিন। ত্বকে কোনও রকম পাউডার, ফাউন্ডেশন লাগাবেন না।

স্কিন কেয়ারে নজর

শীতকালে ত্বক এমনিতেই খুব তাড়াতাড়ি আর্দ্রতা হারিয়ে ফেলে। পাশাপাশি বারবার মেকআপ ব্যবহারে আরও সমস্যা বাড়তে পারে ত্বকের। তাই এই সময়টা স্কিন কেয়ারে বেশি করে নজর দিতে হবে। সকাল এবং রাত, দু'বেলাই ত্বকের যত্ন প্রয়োজন। রোজ সকালে ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।