New Update
/anm-bengali/media/media_files/Q3rOpO8fHMDVJXZWqI7e.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ২৩ জানুয়ারি ভারতের বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তিনি কলকাতার পঞ্চমতম মেয়রের দায়িত্ব পালন করেন। তবে মাত্র ২৩৬ দিনের জন্য কলকাতার মেয়র ছিলেন তিনি। ২২ আগস্ট ১৯৩০ সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষ হয় ১৫ এপ্রিল ১৯৩১ সালে।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us