New Update
/anm-bengali/media/media_files/k029RY1kVdR8qh6Y00VZ.jpg)
নিজস্ব সংবাদদাতা: ১লা মে গোটা বিশ্বে পালিত হয় মে দিবস। তবে ওই দিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মে দিবস পালিত হয় না। এর নেপথ্যে রয়েছে একটি ইতিহাস। ১৮৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের হত্যাকাণ্ডের পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড মনে করেছিলেন পয়লা মে তারিখে যেকোন আয়োজন হলে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।সে জন্য ১৮৮৭ সালে তিনি পয়লা মে-র পরিবর্তে সেপ্টেম্বরে প্রথম সোমবার শ্রম দিবস পালিত হয়। একইভাবে ১৮৯৪ সালে প্রধানমন্ত্রী জন স্পারও ডেভিড থমসন সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার কানাডার সরকারি শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করেন।বর্তমানে চীন, উত্তর কোরিয়া, কিউবা বিভিন্ন দেশে ১লা মে ‘শ্রম দিবস’ হিসেবে গুরুত্বের সঙ্গে পালিত হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us