জানেন কেন মে দিবস পালিত হয়?

প্রতিবছর মে মাসের প্রথমদিনই পালিত হয় মে দিবস । ওই দিন শ্রমিকদের সন্মান জানাতে গোটা বিশ্বে পালিত হয় এই দিনটি ।

author-image
New Update
may 4

নিজস্ব সংবাদদাতা: প্রতি বছর মে দিবস পালিত হয় ১লা মে। শ্রমিকদের কৃতিত্ব ও  অবদানকে সম্মান জানিয়ে এই দিনটি উদযাপন করা হয়। দিনটি শ্রমিকদের  জন্য উৎসর্গ করা হয় এবং তাঁদের অধিকার সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করা হয়। এটি শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস  নামেও পরিচিত। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে নিহত শহিদদের আত্মত্যাগকে মনে রেখে এই দিনটি পালিত হয়। ভারত সহ বিশ্বের ৮৫টি দেশে পালিত হয় এই মে দিবস।  এই দিনটি অনেক দেশ জাতীয় ছুটি। শ্রমিকদের অধিকারের কথা স্মরণ করিয়ে দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রমিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন মাধ্যমে নানা বার্তাও দেওয়া হয়ে থাকে।