প্রয়াগরাজে 'পিন্ড দান'- ভিডিও

ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রয়াগরাজে পিন্ড দান করলেন মমতা কুলকার্নি।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : প্রাক্তন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি সম্প্রতি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সঙ্গম ঘাটে 'পিন্ড দান' অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এই ধর্মীয় অনুষ্ঠানে তিনি পিতা-মাতার আত্মার শান্তির জন্য পিন্ড দান পরিবেশন করেন।

publive-image

কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ জানিয়েছেন, কিন্নর আখড়া মমতা কুলকার্নিকে মহামণ্ডলেশ্বর হিসেবে অভিষিক্ত করতে চলেছে। তার নতুন নামকরণ করা হয়েছে শ্রী ইয়ামাই মমতা নন্দগিরি।