মহাকুম্ভ থেকে বিতাড়িত IIT বাবা! হঠাৎ কোথায় গেলেন তিনি?

তাঁকে নিয়ে যখন মেতেছে সমাজ মাধ্যম, ঠিক তখনই হঠাৎ গায়েব IIT বাবা! মহাকুম্ভ থেকে নাকি বিতাড়িত করা হয়েছে তাঁকে। অবশেষে শুক্রবার সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন স্বয়ং IIT বাবা। কী বললেন তিনি?

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
iit-baba-abhey-singh-17184115-16x9

নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ভাইরাল হয়েছিলেন মুম্বাই আইআইটি প্রাক্তনী সন্যাসী অভয় সিংহ। এই বছরের মহাকুম্ভ মেলায় সকলের নজর কাড়েন IIT বাবা ওরফে সন্যাসী অভয় সিংহ। তিনি IIT থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করে বেশ কিছুদিন কাজ করেছিলেন মহাকাশ গবেষণা নিয়ে। IIT বাবাকে টিভির পর্দায় দেখে কার্যত আকুল হয়ে ওঠেন তাঁর মা-বাবাও। বাড়ি ফিরে আসতে তাঁরা কাতর আর্জি জানান ছেলের কাছে। 

এদিকে, তাঁকে নিয়ে যখন মেতেছে সমাজ মাধ্যম, ঠিক তখনই হঠাৎ গায়েব IIT বাবা! মহাকুম্ভ থেকে নাকি বিতাড়িত করা হয়েছে তাঁকে। অবশেষে শুক্রবার সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন স্বয়ং IIT বাবা। বলেন, "ওঁরা আমার সম্পর্কে ভুয়ো খবর ছড়িয়েছেন। তিনি বলেন, আশ্রমের পরিচালকরা আমাকে রাতে চলে যেতে বলেছিলেন।" অভয় সিংহ বলেন, "এখন ওঁরা ভাবছেন, আমি বিখ্যাত হয়েছি। ভাবছেন, যদি আমি ওঁদের বিরুদ্ধে কিছু বলে দিই।" তাঁর কথায়, ""আমি গোপনে ধ্যানের জন্য গিয়েছি।" এছাড়াও তিনি দাবি করেছেন যে, তিনি তখনও ধর্মীয় সমাবেশে ছিলেন।