প্রয়াগরাজের রামঘাটে সন্ধ্যা আরতি- দেখুন ভিডিও

প্রয়াগরাজের রামঘাটে সন্ধ্যা আরতির আয়োজন

author-image
Debapriya Sarkar
New Update
Mahakumbh

নিজস্ব সংবাদদাতা : প্রয়াগরাজের রামঘাটে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর আরতি। প্রতিদিনের মতো, ভক্তরা গভীর আস্থা এবং শ্রদ্ধার সাথে গঙ্গার তীরে সমবেত হয়ে পুজো-আর্চনা করেন। এই বিশেষ আয়োজনটি প্রয়াগরাজের ধর্মীয় পরিবেশকে আরও সজীব করে তুলেছে।

kumbh

সন্ধ্যা আরতির সময় হাজারো প্রদীপের আলোতে রামঘাটের দৃশ্য অত্যন্ত ভক্তিময় এবং শান্তিপূর্ণ হয়ে ওঠে। আরতি অনুষ্ঠানে যোগদানকারীরা গঙ্গার পবিত্র জলে ফুল ও প্রদীপ ভাসিয়ে মহানন্দিত হন। স্থানীয় পুরোহিতরা গঙ্গার প্রতি শ্রদ্ধা জানিয়ে আধ্যাত্মিক গান ও মন্ত্র উচ্চারণ করেন, যা উপস্থিত সবার মনকে শান্তি এবং প্রশান্তি দেয়।