কংগ্রেসকে নির্মূল করার ডাক অমিত শাহের, দেখুন ভিডিও

আবারও কংগ্রেস দলকে নিশানা করতে ছাড়লেন না অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
mp

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ (Amit Shah)মধ্যপ্রদেশের হাজির হয়েছেন। বিধানসভানির্বাচনেরআগেস্বরাষ্ট্রমন্ত্রীপ্রথমেমানওয়ারেপৌঁছান।রাজ্যেরনির্বাচনীপ্রচারেএসেস্বরাষ্ট্রমন্ত্রীবলেন, ‘আমাদেরশিবরাজজিতীর্থযাত্রারকাজশুরুকরেছিলেন, কিন্তুকমলনাথতাবন্ধকরেদিয়েছিলেন।কংগ্রেসসবসময়ভারতীয়সংস্কৃতিকেঅপমানকরেছে।প্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীমহাকালকরিডোরতৈরিকরেছিলেনকিন্তুকংগ্রেসসর্বদাএরবিরোধিতাকরেছিল।নর্মদামাইয়াউচ্চারণেওতাদেরসমস্যারয়েছে।‘অমিত শাহ প্রাক্তনমুখ্যমন্ত্রীকমলনাথকেতীব্রআক্রমণকরেন। ‘ মধ্যপ্রদেশের মানাওয়ারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "এবার মধ্যপ্রদেশে তিনবার দীপাবলি পালন করতে হবে। প্রথমটি আগামীকাল উদযাপন করা হবে... দ্বিতীয়টি হবে ৩ ডিসেম্বর, যখন বিজেপির সরকার গঠিত হবে। তৃতীয় দীপাবলি ২২ জানুয়ারি পালন করা উচিত, যখন ভগবান রামলালা অযোধ্যায় রাম মন্দিরে আসবেন।“