/anm-bengali/media/media_files/cp3RiEMjrPNTgd6S8MBv.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আন্দোলনকারী নারীকে নিয়ে দেবাংশু ও কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় কথপকথন নিয়ে চরম শোরগোল শুরু হয়েছে। এবার এই বিষয় নিয়ে তরুণজ্যোতি তিওয়ারি কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যকে নিশানা করেছেন।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি বলেছেন, "নোংরা না হলে তৃণমূল হওয়া যায় না এটা আবার প্রমাণ করলো কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য।। নিজেদের দলের মহিলা কর্মীদের নিয়েও কি এরা একই রকম কথাবার্তা বলে? এটাই তাদের নারী সম্মান? তাদের বাড়ির মা বোনদের নিয়েও কি তাদের দলের কর্মীরা একই রকম ভাবে কথাবার্তা বলে? ছি:"
নোংরা না হলে তৃণমূল হওয়া যায় না এটা আবার প্রমাণ করলো কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য।।
— Tarunjyoti Tewari (@tjt4002) September 16, 2024
নিজেদের দলের মহিলা কর্মীদের নিয়েও কি এরা একই রকম কথাবার্তা বলে? এটাই তাদের নারী সম্মান?
তাদের বাড়ির মা বোনদের নিয়েও কি তাদের দলের কর্মীরা একই রকম ভাবে কথাবার্তা বলে?
ছি: pic.twitter.com/NqYRCC8WP3
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)