বিজেপির অশান্তির গন্ধ! 'রাত দখল' করা মহিলা বাহিনী প্রত্যাখ্যান করল আজকের নবান্ন অভিযান

কেন পিছিয়ে গেল মহিলারাই?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
womenreject

নিজস্ব সংবাদদাতা: 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'- এর আড়ালে কি নবান্ন অভিযানের ডাক দিয়েছে আরএসএস, বিজেপি? অশান্তির আশঙ্কা করে তাই এই মিছিল প্রত্যাখ্যান করল 'রাত দখল' কর্মসূচির মহিলা বাহিনী।

mamata nabannas.jpg

এক বিবৃতিতে মহিলাদেরা দাবি, “আজ ২৭ আগস্ট, ছাত্রসমাজের মিছিলের ডাক দিয়ে যারা নবান্ন অভিযান ডেকেছে তারাই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির পরে মালা পরায়, কাঠুয়াতে আর উন্নাওতে ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করে। এরাই ব্রিজভূষণ সিংয়ের ঢাল হয়ে কুস্তিগীরদের আন্দোলনকে দমন করে আর হাথরসে নির্যাতিতার নিথর শরীরকে পুড়িয়ে দেয় প্রমাণ লোপাটের জন্য। মণিপুরে প্রশাসনের মদতে গণধর্ষণ সংগঠিত করে। অতএব ধর্ষণ সংস্কৃতির ধারক বাহক এই আরএসএস-বিজেপির ডাকা শক্তি যেভাবে পশ্চিমবঙ্গে ধর্ষণের বিরুদ্ধে মিছিল সংগঠিত করেছে সেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ষণের বিরুদ্ধে এদের মিছিল সংগঠিত করছে সেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ধর্ষণের বিরুদ্ধে এদের মিছিল সংগঠিত করতে দেখা যায় না। নিজেদের গদি দখলের স্বার্থসিদ্ধি করার জন্য এরা সাধারণ মানুষদের ক্ষোভকে ব্যবহার করে আমাদের জীবন বিপন্ন করতে পারে। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে গুলি চলার ভবিষ্যৎবাণী করে জনমানসে ভয় ও বিভ্রান্তি ছড়িয়েছেন। তাই আমরা সাধারণ মানুষকে এই মিছিল প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছি। সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, বিজেপির অশান্তির বাঁধানোর চক্রান্ত ব্যর্থ করুন।”

bjpnabannaabhijan-ezgif.com-resize

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নাকি এই অভিযানের জন্য পুলিশের কাছ থেকে কোনওরকম অনুমতি নেয়নি এমনটা বারবার অভিযোগ করেছে পুলিশ।

Paschimbanga Chatra samaj appeals for apolitical rally