সাইক্লোন ডানার বড় প্রভাব পড়বে শীতে! অবশেষে মুখ খুলল আবহাওয়া দফতর

রাজ্যে শীতের প্রবেশের বড় প্রভাব পড়বে সাইক্লোন ডানার জেরে? কী বলছেন আবহাওয়া দফতর।

author-image
Tamalika Chakraborty
New Update
winter purulia.jpg


নিজস্ব সংবাদদাতা:  শীত আসার আগেই সাইক্লোন ডানার আগমন ঘটেছে রাজ্যে। এর প্রভাব রাজ্যের শীত আসাকে বিলম্ব করতে পারে? কী বলছে আবহাওয়া দফতর? সাইক্লোন দানার সঙ্গে শীতের সম্পর্ক নিয়ে বলতে গিয়ে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর হচ্ছে সাইক্লোন সিজন। এটা আজ থেকে নয়, চিরকালই আছে। প্রত্যেক বছরই সাইক্লোন সিজনে সাইক্লোন আসে, এবারেও এসেছে সাইক্লোন। তার জন্য শীত আসা যাওয়ার বিঘ্ন কেন হবে? তিনি বলেন, এমনিতেই অনেক বছর শীতের প্রবেশের দেরী হয়। ঠান্ডা কম পড়ে শীতকালে। তবে শীত আসার সঙ্গে সাইক্লোনের কোনও প্রভাব নেই। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার মাঝরাতে সাইক্লোন ডানা ওড়িশার ভিতরকনিকা ও ধামরার মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়ে। তবে তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায়  বৃহস্পতিবার মাঝরাত থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়।  যার জেরে কলকাতার একাধিক রাস্তা কার্যত জলের তলায় চলে যায়। কলকাতার একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জল ঢুকতে দেখতে পাওয়া যায়। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলা শুধু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, এবং দুই মেদিনীপুরে। ২৭ অক্টোবর বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে।  সোম ও মঙ্গলবার অর্থাৎ ২৮ অক্টোবর, ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে থাকবে। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, তারপরেই শীতের আমেজ আস্তে আস্তে রাজ্যে পড়বে।