নিজস্ব সংবাদদাতা: আইএমডি দাবি করছে যে এই বছর শীতের তীব্রতা বেশী থাকলেও শীত একটু দেরীতেই আসতে চলেছে। এই মাসে শীত পড়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ডিসেম্বরের শুরুর দিকে শীত ধীরে ধীরে ঢুকতে শুরু করবে। বদলে যাবে তখন বাংলার আবহাওয়া। এই মুহূর্তে সমতলের তাপমাত্রা ৩০- এর ওপরেই ঘোরাফেরা করছে। আর ঐদিকে আবার দার্জিলিং বা সিকিমে তুষারপাত হলেও তাপমাত্রা নাকি এখন খুব একটা কমে যায়নি। অন্যদিকে আবহাওয়ার ওপর ঘূর্ণিঝড় 'মিধিলি'-র কিছুটা প্রভাব দেখা দিতে চলেছে। এই নিম্নচাপের জন্য কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরসহ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।