/anm-bengali/media/media_files/2024/12/11/1000125543.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। সকাল ও রাতের ঠান্ডায় কাঁপছে পশ্চিমবঙ্গ। তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে নেমে গিয়েছে almost সব জেলাতেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে মাসের শেষের দু’দিন পারদ সামান্য বাড়তে পারে। যদিও সেই তাপমাত্রাও স্বাভাবিকের উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই স্পষ্ট পূর্বাভাস।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা বেশ নেমেছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ঘোরাফেরা করছে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা স্পষ্ট ভাবেই স্বাভাবিকের নীচে। সকাল ও রাতের দিকে শীতের প্রভাব সবচেয়ে বেশি টের পাওয়া যাচ্ছে। যদিও আপাতত কুয়াশার জন্য কোনও আনুষ্ঠানিক সতর্কতা জারি হয়নি, তবু কিছু জেলায় ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/11/1000125542.jpg)
কলকাতা-তেও শীতের আমেজ এবার স্পষ্ট। দিন ও রাতের তাপমাত্রা দু’টিই স্বাভাবিকের নীচে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রিরও বেশি নীচে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ দশমিক ৫ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।
আবহাওয়াবিদদের মতে, আগামী দু’তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সামান্য বাড়তে পারে। তবে তাতেও শীতের দাপট খুব একটা কমবে না। রাজ্যের উত্তর দিকেও শীত আরও জোরালো হচ্ছে। উত্তরবঙ্গে সকাল ও রাতের ঠান্ডা এখন অনেক বেশি অনুভূত হচ্ছে। সব মিলিয়ে ডিসেম্বর পড়ার আগেই রাজ্যজুড়ে ভালোভাবেই শীতের ইনিংস শুরু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us