New Update
/anm-bengali/media/media_files/oLt2FY2F71HKHuL6jxF6.jpg)
নিজস্ব সংবাদদাতা: উধাও শীতের আমেজ, বাড়ছে তাপমাত্রা। নভেম্বরে আর ফিরবে না শীত। বুধবার দুপুরে কলকাতায় তাপমাত্রা ছাড়িয়েছে ৩০ ডিগ্রির গণ্ডি। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ বাড়তে থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। শীত ফিরবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। বড়দিনের আগে পর্যন্ত থাকবে শীত। এদিকে, সোমবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/PLSYkLvnohApNhLCgXO0.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us