Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/576SkSzw6XOgRCEyRmd5.jpg)
নিজস্ব সংবাদদাতা: সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা পালকে এবার বদলি করে দেওয়া হল এমনই খবর ভাইরাল। শোনা যাচ্ছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নাকি তিনি বদলি হলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
/anm-bengali/media/media_files/yxKamIe6CciM5lvuOrwo.jpg)
আর জি কর মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগে ছিলেন তিনি। এবার তাঁকে নাকি সরিয়ে পাঠিয়ে দেওয়া হল জলপাইগুড়িতে।
/anm-bengali/media/post_attachments/4106f305b0ae4f93b5f45c21d25adf0f9172ed9fa12245e3d93241f808f977fb.jpg)
তবে, শুধু সন্দীপ ঘোষের স্ত্রী নন, এর পাশাপাশি রাজ্যের একাধিক জায়গার সরকারি হাসপাতালে বদলি আনা হয়েছে। তবে এই তথ্যটি যাচাই করেনি এএনএম নিউজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us