BIG UPDATE: আর জি কর, সন্দীপ ঘোষের পর এবার তার স্ত্রী!

এটা রুটিন বদলি?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
sandiprgkar

নিজস্ব সংবাদদাতা: সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা পালকে এবার বদলি করে দেওয়া হল এমনই খবর ভাইরাল। শোনা যাচ্ছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নাকি তিনি বদলি হলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। 

rg-kar-principal-sandip-ghosh-resigned

আর জি কর মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগে ছিলেন তিনি। এবার তাঁকে নাকি সরিয়ে পাঠিয়ে দেওয়া হল জলপাইগুড়িতে। 

Dr. Apurba Mukherjee (R G Kar Medical College & Hospital) in  Shyambazar,Kolkata - Best Diabetologist Doctors in Kolkata - Justdial

তবে, শুধু সন্দীপ ঘোষের স্ত্রী নন, এর পাশাপাশি রাজ্যের একাধিক জায়গার সরকারি হাসপাতালে বদলি আনা হয়েছে। তবে এই তথ্যটি যাচাই করেনি এএনএম নিউজ।