নিজস্ব সংবাদদাতা: এবার BDOর আইবুড়োভাত নিয়ে মুখ খুললেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন, "বিধানসভা ভবনে অধ্যক্ষের অনুমতি ছাড়া যদি জন্মদিন পালন হতে পারে, তাহলে BDOর আইবুড়োভাত নিয়ে অত কথা হচ্ছিল কেন? BDO তো নিজে আয়োজন করেননি; তাঁর সহকর্মী সহনাগরিকরা ভালোবেসে আয়োজন করেছিলেন"। তার ট্যুইটে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)