BREAKING: আরজি করে লাল জামা পরা ব্যক্তি কে ? বাড়ছে রহস্য

চলছে তদন্ত।

author-image
Adrita
New Update
breaknews

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে এবার রহস্যের জাল খোলার চেষ্টা করা হচ্ছে। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, আরজি করের ঘটনার দিনের সেমিনার হলের ভিডিও ফুটেজ সামনে এসেছে। এরপর থেকেই উঠে  আসছে অনেক প্রশ্ন। ভিডিও ফুটেজে দেখা দিয়েছে যে লাল জামা পরা এক ব্যক্তি ওই হলে উপস্থিত ছিলেন। 

লালবাজারের কর্মকর্তারা জানিয়েছেন যে, আনিসুর রহমান ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। অন্যদিকে, IMA দাবী করছে যে, তিনি এস এস কে এম হাসপাতালের পিজিটি অভিক দে। এবার IMA' এর দাবী অনুযায়ী প্রশ্ন উঠছে যে, পিজিটি হয়ে কি করে ওই সময়ে তিনি ওই সেমিনার রুমে উপস্থিত ছিলেন। 

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, লাল জামা পরা ওই ব্যক্তি একজন বহিরাগত। এবার আরও প্রশ্ন উঠছে যে, বহিরাগত হয়ে কি করে হাসপাতালের সেমিনার হলে পৌঁছে যান ওই ব্যক্তি। 

এ ক্ষেত্রে আরও জানা গিয়েছে যে, লাল জামা পরা এক ব্যক্তি ছাড়াও, বেগুনি জামা পরা আর একজন ব্যক্তিকেও দেখা গিয়েছে। তবে, কলকাতা পুলিশ এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছে যে, ওই ব্যক্তি বর্ধমান হাসপাতালের একজন ডাক্তার। সুতরাং, বহিরাগতদের প্রবেশ কীভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।