/anm-bengali/media/media_files/HeeazUbBJ5NTav19URIz.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃসকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছিল তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে। সাড়ে ১১ ঘণ্টার ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১ টা নাগাদ অবশেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন সায়নী। বেরোনোর সময়েও তাঁকে বেশ খানিকটা আত্মবিশ্বাসী দেখায়। তাঁর দাবি, তদন্তে তিনি একশো শতাংশ সহযোগিতা করেছেন। কিন্তু, ইডি তাঁকে ফের ডাকতে চলেছে, একথা তিনি নিজেই বলেছেন। সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ জুলাই সায়নী ঘোষকে ফের তলব করা হয়েছে। বেশ কিছু নথি-সহ হাজির হওয়ার কথা বলা হয়েছে।
সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় সায়নী বলেন, "কী কথা হয়েছে সেটা তো বলা যাবে না। কিছু নথি নিয়ে আজ আসতে বলেছিলেন। এর মধ্যে আবারও ডাকা হবে। কিছু তথ্যের ডিটেল আনতে বলেছেন তাঁরা। আমি একশো শতাংশ সহযোগিতা করেছি। আমি আশা করছি তাঁরা সন্তুষ্ট হয়েছেন।"
তদন্তের স্বার্থে তিনি একশোবার ইডির কাছে আসতে রাজি আছেন বলেও জানান এই দাপুটে তৃণমূল নেত্রী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us