/anm-bengali/media/media_files/dhx0LLHilVrkeCVOK1nq.jpg)
নিজস্ব সংবাদদাতা: আগেই জুনিয়র চিকিৎসকরা বলেনছিলেন, শুনানির পর পরবর্তী কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন। সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পর ফের আলোচনায় বসেছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁর আগে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "প্রকৃত দোষী কারা ? এই ঘটনার মোটিভ কী ছিল ? এই জায়গাটা সুস্পষ্টভাবে সামনে আসা উচিত। " পাশাপাশি তিনি মন্তব্য করেন, জুনিয়র চিকিৎসক ও রাজ্যের মধ্যে একটি বিশ্বাস তৈরি করা দরকার। সেই কারণে হাসপাতালগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।"
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিকেত মাহাতো বলেন, "সিসি টিভি কিছু কিছু জায়গায় হয়তো লাগানো হয়েছে, কিন্তু সেগুলোর মনিটর করা এবং বাকি জায়গাগুলো অনকল রুম শুরু করা, থ্রেট কালচার নিয়ে তদন্ত কমিটি, কলেজে কলেজে টাস্ক ফোর্স তৈরি করা...যে আলোচনার প্রতিশ্রুতি মুখ্যসচিবের মিটিংয়ে হয়েছিল, সেই জায়গার বাস্তবায়িত রূপ কোথায়। কোর্টের অর্ডার দেখি, তারপর আমরা আলোচনা করব। আলোচনা করে জানাব।"
অন্যদিকে, চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে রাজ্যসরকার যে ব্যবস্থা নিতে চলেছে, সেই কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে বলে খোদ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। এই প্রসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়েছে, পরিকাঠামো গত কিছু সমস্যা থাকার কারণে কাজ ধীর গতিতে হচ্ছে। তবে ৩১ অক্টোবরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে রাজ্যের আইনজীবী জানান।
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us