New Update
/anm-bengali/media/media_files/37vFUI8lbI4Wb8GHT2uc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2023)। ইতিমধ্যে শহরের পুজো কমিটিগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। পিছিয়ে নেই ৪১ পল্লী ক্লাবও। অন্যান্য বছরের মতো এ বছরও এই পুজো ক্লাবের তরফে থাকছে নয়া চমক।
/anm-bengali/media/media_files/jVPyQ9hjspKvczWuO0m9.jpeg)
এবারে তাঁদের থিম ‘অবগাহন।‘ এবছর তাঁদের পুজোর বাজেট হল সবমিলিয়ে ৪০ লক্ষ টাকা। এ বছর এই পুজো ক্লাবের হয়ে প্রতিমা গড়বেন সুবিমল পাল। প্রতিমাতেও থাকছে এক দারুণ চমক। ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবারের তাদের প্রতিমা হচ্ছে সিলিকনের। মণ্ডল সজ্জা করেছে সম্রাট ভট্টাচার্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us