/anm-bengali/media/media_files/IQOkkpqTVE4R2onPMG1M.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় এবার প্রকাশ্যে এল এক বিস্ফোরক চ্যাট। তাতে দাবি করা হয়েছে যে ছাত্রের মৃত্যুর পর তাঁকে হাসপাতালে নিয়ে না গিয়ে বৈঠক করা হয়। সেখানেই ঠিক করা হয়েছিল যে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে। তারপর থেকেই নাকি উধাও ২ ছাত্রনেতা। ঠিক কী ঘটেছিল সেই রাতে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ভাইরাল দুটি চ্যাটের স্ক্রিনশট থেকে উঠেছে সৈকত সিট ও অরিত্র অন্ত বিহীনের (আলু) নাম। ভাইরাল চ্যাটে সৈকতকেই ঘটনার মাস্টারমাইন্ড বলে দাবি করা হয়।
চ্যাট অনুযায়ী ওই ছাত্র পড়ে যাওয়ার পরও কিছুক্ষণ বেঁচে ছিল। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রাণ হয়তো বাঁচত। কিন্তু সেই সময়ে কালেক্টিভের অরিত্র ও সৈকত দুজনের নেতত্বে পিঠ বাঁচাতে বৈঠক করা হয়। প্রত্যেককে এই বিষয় নিয়ে বাইরে কথা বলতে বারণ করা হয়। বলা হয়, হস্টেলের বিষয়, হস্টেল বুঝে নেবে। কারও কোনও কথা বলার দরকার নেই। তারপর থেকেই উধাও সৈকত ও অরিত্র। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, চ্যাটের বিষয়ে এখনও তারা কিছু জানে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us