/anm-bengali/media/media_files/2024/10/23/JTsQzOzHXazFopWYKYMD.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত শীতের আমেজে খানিকটা ছেদ পড়েছে বাংলায়। কয়েকদিনের জন্য বেড়েছে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে মঙ্গলবার থেকে আবার ধীরে ধীরে নামতে শুরু করবে পারদ। শুক্রবারের মধ্যে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, রবিবার পর্যন্ত দিনে ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি থাকবে। মঙ্গলবার থেকে ফের শীতের আমেজ ফিরতে শুরু করবে। সকালবেলা থাকবে কুয়াশা, বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ২৮.৪ ডিগ্রিতে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৬ থেকে ৯১ শতাংশের মধ্যে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/10/24/HYAu5Ojpvv4gsmsJN413.jpg)
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় দিতওয়া। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। রবিবার সকালে স্থলভাগে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। যদিও বাংলায় এর সরাসরি প্রভাব পড়বে না। তবে ঝড়ের জেরে বাতাসের গতিবিধি বদলেছে, তার ফলেই তাপমাত্রার এই ওঠানামা।
ঘূর্ণিঝড় দিতওয়ার ভয়াবহ প্রভাব পড়েছে শ্রীলঙ্কায়। প্রবল বৃষ্টিতে বন্যা ও ধসে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে সেখানে। উত্তাল সমুদ্রের কারণে জারি করা হয়েছে সতর্কতা। বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ। উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে INS Vikrant। এই বিপর্যয়ে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us