নিজস্ব সংবাদদাতা: ভোর আর রাতের দিকে শীত অনুভূত হলেও কিছুদিনের মধ্যেই সেই অনুভূতি কেটে যাবে। গ্রীষ্মের অনুভূতি তীব্র হচ্ছে। চলতি সপ্তাহেই বেশ ভালোই গরম পড়বে দক্ষিণবঙ্গে। দোলের দিন থেকেই ৩৫ ডিগ্রি পারদ ছাড়িয়ে যাবে এমনটা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কিছু জেলায়।
৪ মার্চ হোলিতে ৪ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। তিন জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
/anm-bengali/media/media_files/8utbz69TOI46qriKRhLE.jpg)