New Update
/anm-bengali/media/media_files/LV5SUQZxKV4veVD58or1.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রকৃতিতে লেগে গেছে বসন্তের ছোঁয়া। তবু বৃষ্টি কমছে না। এবছর গরম বাড়বে। মার্চ মাসে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। এপ্রিল ও মে মাসে বাড়বে পারদ। আজ উত্তরবঙ্গে ও আগামিকাল দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। রাজ্যের বেশ কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সঙ্গে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। পাশাপাশি দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের কিছু পার্বত্য এলাকায় আজ হালকা তুষারপাত হতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে।
/anm-bengali/media/post_attachments/506433f9f0e3f2d3bf097d791ce5d8214d42e23a61e2357377637582221fd777.webp)
/anm-bengali/media/post_attachments/e5ade62c730a691a2dbf6648e917545959815d6489aae1a54ce31d5e3e84c99e.jpeg)
/anm-bengali/media/post_attachments/db2f1313e61911f501e858ae84099daa27ef040a46a930a6fba35f9990bd7778.jpeg)
/anm-bengali/media/post_attachments/0c75931e83b1431ab7ff31383e69ddeace8da5d139589a0ae84849eeac37254c.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us