/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কালী প্রতিমা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভুল তথ্য (misinformation) এবং উত্তেজনার বিষয়ে বিবৃতি জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ। পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে জাতীয় সড়ক অবরোধ করে জনজীবন বিপর্যস্ত করায় বিক্ষোভকারীদের সরাতে পুলিশকে 'ন্যূনতম বলপ্রয়োগ' করতে হয়েছে।
পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানানো হয়েছে, আজ সকালে সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের মন্দিরে মা কালীর একটি প্রতিমা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিত করার প্রচেষ্টা চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/12/nIrklGrCJnhyA8aGXhYc.png)
এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জাতীয় সড়কে নেমে আসে এবং ক্ষতিগ্রস্ত প্রতিমা সহ রাস্তা অবরোধ করে। তারা প্রতিমা বিসর্জন দিতে অস্বীকার করে।
পুলিশ জানিয়েছে, এই অবরোধের ফলে সাধারণ মানুষের, বিশেষত রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলির গুরুতর অসুবিধা হচ্ছিল। জনস্বার্থ বিবেচনা করে পুলিশ দীর্ঘ সময় ধরে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায়।
বিবৃতিতে পুলিশ উল্লেখ করেছে, "যখন বিক্ষোভকারীরা পিছু হটতে রাজি হননি এবং উল্টে পুলিশের দিকে পাথর ছুঁড়তে শুরু করেন, তখন ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে ন্যূনতম বলপ্রয়োগের আশ্রয় নিতে হয়।"
পুলিশের তৎপরতার পর সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রতিমা বিসর্জনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পশ্চিমবঙ্গ পুলিশ কিছু মহল থেকে এই ঘটনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর প্রচেষ্টার বিরুদ্ধেও সতর্কতা জারি করেছে। সামগ্রিকভাবে কাকদ্বীপের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন।
Efforts are being made from certain quarters to spread misinformation about an incident in Kakdwip. Facts are: an idol of Goddess Kali in a village temple under Suryanagar GP was found to be damaged this morning. Efforts are on to identify the person/ persons behind the mischief.… pic.twitter.com/knEvFoSGBY
— IANS (@ians_india) October 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us