রদবদল হল রাজ্য পুলিশে! প্রকাশ্যে সেই তালিকা

রাজ্য পুলিশে রদবদল করা হয়েছে। এবার সামনে এল সেই তালিকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
West_Bengal_Police_Answer_Key_2020_1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এবার রাজ্য পুলিশে ব্যাপক রদবদল করা হল। রাজ্যপাল বিজ্ঞপ্তি দিয়ে এই বিশেষ ঘোষণা করেন এবং তালিকা প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, 

আইপিএস অধিকারিক রাজেশ কুমার যাদবকে উত্তরবঙ্গের আইজিপি পদ থেকে সিআইডির আইজিপি পদে বদলি করা হল।

আইপিএস অধিকারিক অখিলেশ কুমার চতুর্বেদীকে জলপাইগুড়ির আইজিপি পদ থেকে সিআইডির আইজিপি পদে বদলি করা হল।

আইপিএস অধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে রায়গঞ্জের ডিআইজি পদের পাশাপাশি মালদার ডিআইজি পদের দায়িত্বও দেওয়া হল।

আইপিএস অধিকারিক শঙ্খ শুভ্র চক্রবর্তীকে কলকাতার অপরাধমূলক শাখার যুগ্ম পুলিশ কমিশনারেট পদ থেকে সিআইডির ডিআইজি পদে বদলি করা হল।

আইপিএস অধিকারিক আইপিএস অধিকারিক সুধীর কুমার নীলাকান্তমকে রাজ্য পুলিশের অফিসার ও স্পেশাল ডিউটি পদ থেকে কার্শিয়াংয়ের মুখ্য কার্যালয়ের ডিআইজি প্রভিশনিং পদে বদলি করা হল।

আইপিএস অধিকারিক সুদীপ সরকারকে মালদার ডিআইজি পদ থেকে পশ্চিমবঙ্গের ডিআইজি পার্সোনেল পদে বদলি করা হল।

আইপিএস অধিকারিক ডেভিড ইভান লেপচাকে সিআইডির শিলিগুড়ির মুখ্য কার্যালয়ের এসএস পদ থেকে বিশেষ সশস্ত্র বাহিনীর চতুর্থ ব্যাটালিয়নের সার্কেল অফিসার পদে বদলি করা হল।

আইপিএস অধিকারিক শিব প্রসাদ পাত্রকে বিশেষ সশস্ত্র বাহিনীর চতুর্থ ব্যাটালিয়নের সার্কেল অফিসার পদ থেকে সিআইডির শিলিগুড়ির মুখ্য কার্যালয়ের এসএস পদে বদলি করা হল। 

hiring.jpg