New Update
/anm-bengali/media/media_files/PmU0f2cM5eDQ6i7DW4ED.webp)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: এবার রাজ্য পুলিশে আবার হল প্রশাসনিক রদবদল। রাজ্যপাল বিজ্ঞপ্তি দিয়ে এই রদবদলের ঘোষণা করেছেন এবং তালিকা প্রকাশ করেছেন।
আইপিএস অফিসার বিবেক সাহায় বর্তমানে পশ্চিমবঙ্গের প্রভিশনিং- এর ডিজিপি পদে আছেন। তাঁকে পশ্চিমবঙ্গের হোম গার্ডের ডিজি এবং সিজি পদে বদলি করা হল। আইপিএস আধিকারিক নটরঞ্জন রমেশ বাবু আর্থিক অপরাধমূলক ডিরেক্টরেট- এর ডিরেক্টরের এডিজি পদে আছেন। তাঁকে প্রভিশনিং- এর এডিজি পদে বদলি করা হল। এছাড়া আইপিএস অধিকারিক জ্ঞানবন্ত সিংকে কাউন্টার ইনটারজেন্সি ফোর্সের এডিজি পদ থেকে আর্থিক অপরাধমূলক ডিরেক্টারেটের ডিরেক্টর পদে বদলি করা হল। আইপিএস আধিকারিক অজয় নন্দকে টেলি যোগাযোগ ব্যবস্থার এডিজি এবং আইজিপি পদ থেকে কাউন্টার ইনটারজেন্সি ফোর্সের এডিজি পদে বদলি করা হল।
/anm-bengali/media/media_files/3gri8HHgH3xF1dTNpxS2.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us