/anm-bengali/media/media_files/LCDqgbJRA6OuF2ryT32r.jpg)
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি সন্দেশখালি যাওয়ার পথে শুভেন্দু অধিকারীসহ বিজেপি নেতা-কর্মীদের মাঝপথেই আটকানো নিয়ে ধামাখালিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি। তখন এক আইপিএস অফিসার অভিযোগ তোলেন যে যেহেতু তিনি পাগড়ি পরে আছেন তাই তাকে খালিস্তানি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে ধর্মীয় রং লেগে যায় সন্দেশখালির ঘটনায়।
এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি আক্রমণ করে বলেন, "কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতারা মনে করেন যে খালিস্তানি এবং দেশবিরোধী বলে চিহ্নিত করা তাদের জন্মগত অধিকার। এর চেয়ে দুঃখের বিষয় হল ক্ষমা চাওয়ার সাহস তাদের নেই...আশ্চর্যের বিষয়, তাদের কোনো অনুশোচনা নেই"।
#WATCH | Kolkata: West Bengal Minister Shashi Panja says, "...The BJP leaders including central and state think it's their birthright to brand people as Khalistani and anti-national. What is more unfortunate is that they don't have the courage to ask for forgiveness...… pic.twitter.com/Vbkiu5YNoB
— ANI (@ANI) February 22, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us