'আত্মনির্ভর বাংলা আমার স্বপ্ন', স্বাধীনতা দিবসে রাজ্যবাসীকে বার্তা রাজ্যপালের

দেশের স্বাধীনতার ইতিহাসে, ব্রিটিশদের হাত থেকে দেশের স্বাধীনতা ছিনিয়ে আনতে বাংলার ভূমিকা ছিল অপরিসীম।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
mn

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, 'আত্মনির্ভর ভারত আমাদের লক্ষ্য, আত্মনির্ভর বাংলা আমার স্বপ্ন।' রাজ্যবাসীর উদ্দেশে রাজ্যপাল বলেন, 'স্বাধীনতা দিবসে আসুন আমরা হাত মিলিয়ে একসুরে বলি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির… জয় হিন্দ।' স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে গোটা বার্তা বাংলাতেই বললেন তিনি। রাজ্যপাল বোসের কথায় উঠে এল গান্ধীজি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথাও।

রাজ্যপাল বাংলায় বলেন, 'স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা গান্ধীজিকে স্মরণ করি। গান্ধীজি দেশকে স্বাধীনতার দিকে নিয়ে যান। নেতাজি সুভাষচন্দ্র বসু বাপুকে জাতির পিতা বলেছিলেন। সমগ্র জাতি বাপুকে জাতির পিতা বলেছিল। ভারত যখন স্বাধীনতার দিকে অগ্রসর হয়েছিল, তখন নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, বিপিনচন্দ্র পাল, বিনয়-বাদল-দীনেশ এবং বাংলার মানুষ পায়ে পায়ে হেঁটেছিলেন।'