'বাংলায় আজ শেষের সূচনা'! সন্দেশখালি মামলায় বিস্ফোরক রাজ্যপাল

সন্দেশখালি মামলায় এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
Anusmita Bhattacharya
New Update
governorbose

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'বাংলায় আজ আমরা শেষের সূচনা দেখছি। সন্দেশখালির ঘটনায় প্রধান আসামিদের গ্রেফতারে সকলেরই চক্ষু চড়কগাছ। এটা শুধু শুরু...বাংলায় সহিংসতার অবসান ঘটাতে হবে। বাংলার অনেক অঞ্চলে, আমরা সবাই বুঝতে পারি যে গুন্ডারা আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা নিয়ন্ত্রণহীন শাসন করছে...আমরা যা দেখছি তা হিমশৈলের ডগা মাত্র...বাংলার অনেক অঞ্চলে গুন্ডারাজ রয়েছে। জোরালো ব্যবস্থা নিতে হবে'। 

Add 1

স

স

cityaddnew