/anm-bengali/media/media_files/gwdPeAx22XQe5vGaOB63.jpg)
নিজস্ব সংবাদদাতাঃনিজের এক্স হ্যান্ডেলে টুইট করে হুল দিবসে আদিবাসী ভাই-বোনদের শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
তিনি বলেছেন, “হুল দিবস উপলক্ষে আমার সকল আদিবাসী ভাই-বোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা। শাসকের অত্যাচারের, শোষণের বিরুদ্ধে সিধো-কানহোর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা জোগায় মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করতে।”
তিনি আরও বলেছেন, “সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাঁদের নাম জড়িয়ে নেওয়া হয়েছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে।”
হুল দিবস উপলক্ষে আমার সকল আদিবাসী ভাই-বোন সহ সবাইকে জানাই অন্তরের শ্রদ্ধা।
— Mamata Banerjee (@MamataOfficial) June 30, 2024
শাসকের অত্যাচারের, শোষণের বিরুদ্ধে সিধো-কানহোর নেতৃত্বে সাঁওতালদের লড়াই আজও আমাদের প্রেরণা জোগায় মাথা উঁচু করে অন্যায়ের প্রতিবাদ করতে।
সাঁওতাল বিদ্রোহের এই দুই নায়ককে সম্মান জানিয়ে তাঁদের নাম…
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us