/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক দুর্নীতিকে দুর্নীতি হিসেবে মানতেই রাজি নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়ম না মানলেই সেটা দুর্নীতি নয়, সওয়াল প্রাথমিক পর্ষদের। বারবার দুর্নীতি দুর্নীতি বললেই দুর্নীতি প্রমাণ হয় না, সওয়াল পর্ষদের। দুর্নীতি বলতে হলে নির্দিষ্ট করে এক বা একাধিক ব্যক্তিকে চিহ্নিত করতে হবে। অবৈধ আর্থিক লেনদেন হয়েছে প্রমাণ করতে হবে। সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ নেওয়া হয়েছে সেটাও প্রমাণ করতে হবে, সওয়াল পর্ষদের। ক্ষমতার অপব্যবহার দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না, সওয়াল প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্তের। যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায় যে দুর্নীতি হয়েছে তাহলেও যে তথ্যপ্রমাণ ও আবেদনের ভিত্তিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন সেটা কি আদৌ দেওয়া যায়? যারা মূল মামলা করেছিলেন তারা অপ্রশিক্ষিত এবং অযোগ্য, সওয়াল প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্তের।
/anm-bengali/media/post_attachments/thenewsminute/2024-07/6587f23e-6536-43e1-8d80-67f90964dfec/202407253192772-613624.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us