/anm-bengali/media/media_files/2024/12/11/86ZtxBOI4bUGIvXuo5xf.jpg)
নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের শেষ সপ্তাহে এসে এখনও সেই গরমের দাপট। সকালবেলা রাস্তায় বেরোলেই অনুভব করা যাচ্ছে অসময়ে অস্বস্তিকর উষ্ণতা। অনেকে দিনের বেলা আবার ফ্যান চালাচ্ছেন। গায়ে এখনও উঠছে না সোয়েটার, মাঙ্কি ক্যাপ পরা তো দূরের কথা। শহরবাসীর প্রশ্ন একটাই—এই বছর কি শীত আর ঠিকমতো আসবে? নাকি সত্যিই ‘শীতঘুম’ দিয়ে ফেলেছে শীত?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াসে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩০ ডিগ্রির ঘরে। আবহবিদদের স্পষ্ট বার্তা—নভেম্বরের বাকি দিনগুলোতে আর বিশেষ ঠান্ডা নামবে না।
এই মাসের ৯ নভেম্বর থেকে কয়েকদিন উত্তরের হাওয়া প্রবেশ করায় সামান্য ঠান্ডার স্বাদ পেয়েছিল কলকাতা। রাতের দিকে তাপমাত্রা নেমে এসেছিল ১৬–১৮ ডিগ্রিতে। কিন্তু সেই আরাম বেশিদিন টেকেনি। আবার উল্টে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শীতের এই ব্যাঘাতের মূল কারণ বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/11/11/9Tqm4XUyi2CXEFIL2ZfA.jpg)
আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ নভেম্বরের মধ্যেই সাগরে তৈরি হবে একটি নতুন নিম্নচাপ, যা পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এর সঠিক গতিপথ এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, এটি তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। আবহবিদদের নজর রয়েছে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা।
এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাংলায় ঢুকবে প্রচুর জলীয় বাষ্প। আর জলীয় বাষ্প এলেই তাপমাত্রা বাড়ে। তাই নভেম্বরের শেষভাগে দিনের বেলা গরম ও অস্বস্তি বাড়বে। রাতেও তাপমাত্রা নামবে না বিশেষ—১৮ থেকে ১৯ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে।
সব মিলিয়ে শীতপ্রেমীদের জন্য খারাপ খবরই বটে। আবহাওয়া দফতরের মতে, জাঁকিয়ে শীত নামতে হলে অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us