/anm-bengali/media/media_files/2024/12/11/1000125540.jpg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে আজ শুক্রবার থেকে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হলেও আপাতত শীতের দাপট কমছে না। রাতের দিকের পারদ স্বাভাবিকের মধ্যেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১৭ থেকে ২৭ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। বৃহস্পতিবার বিকেলে কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি কম ছিল।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’-তিন দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে সেই বৃদ্ধি স্বাভাবিক সীমার মধ্যেই থাকবে। তাপমাত্রার এই ওঠানামার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার প্রভাব সবথেকে বেশি হতে পারে বলে পূর্বাভাস। সপ্তাহান্তে পারদ থাকবে স্বাভাবিকের কাছাকাছিই। যদিও সোমবার থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/11/86ZtxBOI4bUGIvXuo5xf.jpg)
অন্যদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকছে। আবহাওয়া থাকবে শুষ্ক। বড়সড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। দার্জিলিং পারদ নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দুই দিনাজপুর ও মালদহে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা সবচেয়ে বেশি। সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের অনুভূতি থাকলেও দক্ষিণবঙ্গে এখনই কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us